আজও ফুল ঝরে বিদায়ের গানে
   ✍-উজ্জ্বল সরদার আর্য

আজও কত ফুল ঝরে যায় বিদায়ের গানে
জীবন নিশ্চুপ হলো মরণে, আজ গগনে
               বিজলী জ্বলে,
   কম্পিত ধরণী জ্বলছে বহ্নিতে বনানী
      দানবদলনে এসো দলে-দলে।
  এই স্বদেশে শুধু শত্রু করে বসবাস
   ভয়ে ঘরে লুকিয়ে করি হা-হুতাশ,
  কেড়ে নিচ্ছে  প্রাণ করছে রক্ত পান
      করেছে সূর্য কে রাহু গ্রাস।

  তাই আঁধারে আর পথ হারাবো কত
       এই শহর চেয়েছে শুধু রক্ত
   নিস্তব্ধ পথে পড়ে আছে শুধু লাশ,
পচা গন্ধ বাতাসে মাংসাশীরা ছুটে আসে
      শত্রু করছে জয়ের উল্লাস।      
    যত সব মূঢ় মতি করে দুর্নীতি  
             রাজনীতি যুক্ত
  ক্ষমতার অপব্যবহার করছে ছারখার
   দেশের কুকুরেরা আজ নয় অভুক্ত।
   চাঁদা রং-বাজি, আর কালো টাকা
            শহর পড়েছে ঢাকা,
  শুধু রাতের রজনীগন্ধা আজও জেগে!
          পেটের দায়ে বেশ্যা হয়ে
    হাত পেতে মিশিয়েছে অঙ্গ-অঙ্গে।
      
   কিন্তু, এবার সানু দেশের সৈন্যবাহিনী
        তুলেছে সভ্যতার রাগ রাগিণী -
              ওদের দিতে শিক্ষা!
      করছি হরতাল বাজছে মাদল
যুদ্ধ ভূমিতে কে করবে তোদের রক্ষা?
    ওরা ভেঙেছে সদন জ্বেলেছে দহন
             আমি জ্বলি শ্মশানে,          
বোমা-বন্দুকের গুলী কেড়ে নিল প্রাণ অঞ্জলি
     মা অচেতন’ পুত্রহারা বেদনা-ক্রন্দনে।



রচনাকাল ৭ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ
বাংলা -২৩ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ (শনিবার)
দাকোপ খুলনা, বাংলাদেশ।