আজি প্রভাতে ভৈরবী সংগীতে জাগিল প্রাণ।
✍-উজ্জ্বল সরদার আর্য
আজি প্রভাতে ভৈরবী সংগীতে
জাগিল প্রাণ,
নব-নব সুরে পাখি গান করে
ফুল ছড়াইল ঘ্রাণ।
উদিত রবি দিয়েছে আলো
আঁখির-আঁধার কেটে গেলো,
ঝলমল করে ধরণী---
ওগো সঙ্গিনী মোর্ খোলো দোর
দাও দেখা এখনি ---
আকুল অন্তরে রেখেছি তোমারে
আঁখি খোলো এখন।
আজি প্রভাতে ভৈরবী সংগীতে
জাগিল মন---
দেখিতে চাই ওগো তব মুখখানি
আসিয়াছি তাই কাছে ,
প্রেমের বাঁধনে বেধে ছিলে আমায়
আজি সব হয়েছে মিছে।
বসন্ত প্রাতের মধুর রাগিণী,
তুমি কি কখনো শোননি?
আজি জাগিয়াছে সবাই,
শুধু তুমি জাগোনি---
ব্যর্থ মনে তাই ফিরে-ফিরে যাই
আঁখির জলে রাঙিয়া দেই তাহার চরণ।
আজি প্রভাতে ভৈরবী সংগীতে
জাগিল মন----
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ৩ নভেম্বর ২০২০ সাল,
বাংলা-১৭ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, মঙ্গলবার।
দাকোপ খুলনা বাংলাদেশ