আজ নিশুতি-নিশিতে নিদ্রা ভেঙেছে যুদ্ধের আহ্বান এসেছে রে
      ✍-উজ্জ্বল সরদার আর্য

     আজ নিশুতি-নিশিতে নিদ্রা ভেঙেছে
           যুদ্ধের আহ্বান এসেছে রে,
   তোরা দ্বার খুলে হাতে তলোয়ার তুলে
                 ছুটে আয়রে।
      ঝরিয়েদে রক্ত ঘুচিয়েদে নক্ত
           রিক্ত বুকে ফোটা ফুল,
থামিয়েদে চিৎকার জয়ের কলতান কর
               শত্রু কর নির্মূল।
হাসি ফুটুক মায়ের মুখে রুখে দাঁড়া সম্মুখে
          ঘরে-ঘরে জাগরে তোরা,
  এবার দল বেঁধে নামরে পথে সঙ্গী হতে
          হাতে-হাত রেখেছি আমরা।
ভয়ে-সংশয়ে অনেক দিন তো কেটে গেলো,
কতদিন চলবে আর? এবার প্রদীপ জ্বালো-
          আলোয় ভরুক ভুবন রে!
    আজ নিশুতি-নিশিতে নিদ্রা ভেঙেছে
           যুদ্ধের আহ্বান এসেছে রে।

হতে হবে রক্ত পিপাসী নারীকে করেছে দাসী
               করেছে বস্ত্র হরণ,
  দিতে হবে দানবের দণ্ড ভয়ে কম্পিত ভূখণ্ড
     আজ শত-শত নারীকে করছে ধর্ষণ।
বাহু দ্বয় ছিঁড়ে, বুক চিরে, রক্ত পান করছি আমি!
উন্মুক্ত কেশ ধৌত হবে রক্তে,এসো পাঙ্চালী তুমি-
          সময় হয়েছে প্রতিশোধ নেবার
        বিধ্বংস ঘটিয়ে, ওদের মৃত্যু হয়ে,
                  হয়েছি বৃকোদর-
          হয়েছি গাণ্ডিবধারী, যুদ্ধ করছি রে!
        আজ নিশুতি-নিশিতে নিদ্রা ভেঙেছে
              যুদ্ধের আহ্বান এসেছে রে ।


রচনাকাল ৯ ওই জানুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দ
বাংলা ২৪ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ বুধবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।