শীতের হীম হাওয়ায় আমার কাঁপছে হৃদয়
✍-উজ্জ্বল সরদার আর্য
শীতের হিম হাওয়ায় আমার কাঁপছে হৃদয়,
হরিৎ বনে দুই নয়নে অশ্রু ঝরে ভিজচ্ছি কুয়াশায়।
দিনের রবি অস্ত গেলো,
জীবন আমার এলোমেলো,
আজ পথ ভুলেছি তোমার আঁধার মায়ায়।
ক্ষত চরণে মলিন বদনে
বয়ে যায় বিরহ বেলা,
প্রেমহীন পাতা ঝরে বনে
দলিত বেদনায় করে খেলা।
এখন একলা জীবন মেতেছে মরণ গানে
ভোরের আলো চায় না প্রাণে,
এই গহীন গহনে নিশুতি নিশি নির্জনে
প্রেম পূঁজি কত;
তবুও অবহেলায় আমি অন্ত,
ঘৃণিত বুকের ভালোবাসায় নিয়েছি বিদায়।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ৯জানুয়ারি ২০২০ সাল
বাংলা ২৪ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ (বৃহস্পতিবার)
দাকোপ খুলনা বাংলাদেশ।