আঘাত যতই দাও গো আমায় প্রতিশোধ নেবো না
✍-উজ্জ্বল সরদার আর্য
আঘাত যতই দাও গো আমায়
প্রতিশোধ নেবো না,
যদি যাও দূরে চলে আমায় ভুলে
বাঁধা দেবো না।
ভালোবাসি-ভালোবাসবো
পথে-পথে ঘুরে খুঁজবো,
দেখা যদি হয় ভুল বুঝনা আমায়
পিছু ধরে পথ চলবো না।।
আকুল আঁখির অশ্রু জলে
স্মৃতিরা করে খেলা,
ঝরিয়ে দেবো ওই চরণে
করো না অবহেলা।
মলিন মুখে যদি পথে পড়ে থাকি,
দলিত করে যাবে তুমি ও কি?
মোহ সুখ সন্ধানে অন্ধ নয়নে পথ চলো না।।
✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ২৯ এপ্রিল ২০২০ সাল,
বাংলা ১৬ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ, বুধবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।