আদরে ভেজা কবিতা
✍️-উজ্জ্বল সরদার আর্য
অবাধ্য প্রেমিক, দিনশেষে দাঁড়িয়ে আছে
গোধূলির রঙিন আঁচল ধরে, ত্রিবেণীর ভাঙা ঘাটে
আদরে ভেজা কবিতার ঠোঁটে-
ঠোঁট রেখে নতুন কাব্যের জনক হতে।
যৌবনার গতরে এখন ভরা জোয়ার
কূল ছোঁয়া রূপরস ছাপিয়ে পড়ছে দীর্ঘ অষ্ট প্রহর,
ফাগুনের উষ্ণ হাওয়ায় ঢেউ ওঠে
নদীর নাভিকূপে নেমে জলচর কাটছে সাঁতার।
বেদুইন মেঘের দল বুনো হাঁসের ডানায় ভর করে
উড়ে যায় রাত্রির বুক ছুঁয়ে দিগন্তে।
এক ফোঁটা অমৃতের খোঁজে চাতক মন চেয়ে থাকে
শ্বেতাঙ্গ অভ্র উরুর দেশে।
ব্লাউজ খোলা সুঠাম বক্ষে বিজলী জ্বলে,
স্পর্শে গড়িয়ে পড়ে বৃষ্টি ধারা পাহাড় ছুঁয়ে।
উপত্যকায় ডুব দেয় পুরুষত্ব, স্বচ্ছ জলরাশি
মিশে যেতে চায় সাগরের ঘোলা জলে।
অবাধ্য প্রেমিক, দিন শেষে দাঁড়িয়ে আছে---
মধুকর, শুঁড় ডুবিয়েছে ফুলের নাভিকূপে।
বৈদিক কাব্য সব গানের অন্তরা হয়ে
সুড়সুড়ি দিচ্ছে আধুনিক কবিতার অন্তরে।
স্পর্শ কাতর প্রকৃতি সূর্য ডোবা সন্ধ্যায়
মায়ার উষ্ণতায় অনুভবে খুলেছে দুয়ার।
প্রহরী শূন্য প্রাসাদে বাধাহীন প্রবেশে
থরথর কম্পিত হচ্ছে উন্মত্ত সুখোরাত্রি।
রচনাকাল ১ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৬ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।