অবসান
✍-উজ্জ্বল সরদার আর্য

শ্রাবণ তুমি চলে যাও,
প্রেমের চিত্র এঁকে আর মোহিত করোনা!
                তোমার আগমনে স্মৃতি জেগে ওঠে মনে
                বেদনায় আকাশের বুকে মেঘ জমেছে,
                সহসা বৃষ্টির পদধ্বনিতে
                মধ্যরাতে হৃদয় কেঁপেছে,
                নিদ্রিত নয়ন খুলেছে দুয়ার।

শ্রাবণ তুমি চলে যাও,
আমার অভিশপ্ত রুক্ষ বুকে আর অমৃত ঝরিও না!
               জানি তুমি বিফল হবে, কষ্ট পাবে,
               নিষ্প্রাণ বৃক্ষ কখনো সবুজ হয় না!
               তাই ফুলের আশা ভুলেছি মৌমাছি হারিয়েছি
               আর খুঁজতে চাই না হারানো সুগন্ধ,
               শূন্যতা বুক দহনে দগ্ধ-
               বেলাশেষে তোমার স্পর্শে হতে চাই না পবিত্র।

শ্রাবণ তুমি চলে যাও,
এই বুকে সদ্যোজাত নদী আর এঁকো না!
                কাগজের নৌকা বানাতে ভুলে গিয়েছি
                সঙ্গী নেই ইচ্ছে নেই শৈশব হারিয়েছি -
                তাকে ডেকে-ও কাছে পাই না!
                দীঘির জলে ফোটা যে শাপলা আজ ভাসছে
                মালা গেঁথে আর নষ্ট করবো না সে হারিয়েছে-
                হারাতে চাই আজ আমি চেয়েছি অবসান।

রচনাকাল, ১২ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ,
           দাকোপ খুলনা, বাংলাদেশ।