একটি গাছে দুটি কুঁড়ি
ভাই ও বোন-
এমন সোহাগা দুটি হৃদয়
হয় ক'জন।
ভাই-বোনের এই সম্পর্ক
যেমন পাঁপড়ি বিনা নয় ফুল-
নরম চাঁদের কচি আলোয়
দুলতে থাকা মায়ের দুল।
ভাইয়ের ললাটে বিজয় তিলক
আঁকিয়া দেয় বোন-
অক্ষয় রয় আত্মিক সহযোগ
দেহে প্রাণ যতক্ষণ।
যত আছে জ্ঞাতিত্ব এই ভুবনে
তাঁদের মতন কেউই নন-
যুগের পাতায় অমর রবে
ভাই-বোনের এই যুগল বন্ধন।