খোলা আকাশে পাখি আমি
নেই'কো ওড়ার মানা,
মেঘের কোণে মেলে ধরেছি
বন্ধন-মুক্ত দুই ডানা।
দেশ-বিদেশে যাই আমি
নেই'কো ওড়ার শেষ,
আপন বেগে চলছি তাই
স্বপ্নে দেখা সেই দেশ।
যে দেশে যাচ্ছি আমি
নেই'কো কোথাও আর,
বাড়ি ভর্তি চাঁদের আলো
সোনায় গড়া প্রবেশ দ্বার।
মিথ্যে কথা বলছি নাকো
এমন দেশ কোথায় পাই,
পেতে গেলে এমন সুখ
সুন্দর একটা মন চাই।
রাত-দিন চলছি উড়ে
নেই'কো ওড়ার শেষ,
ভূমি থেকে এক আকাশ
ডানা মেলে আছি বেশ।