হে প্রভু, সত্যের বাণী ছড়াইবো কোথা
সহসা মৃত্যুর ঘন্টা বাজিছে যেথা?
নির্জন অরণ্যে গাহিছে কোকিলা
একরাশ যাতনা বুকে লইয়া।
সত্যের মাঝে অসত্যের প্রাণ,
কী করি বুঝাইবো মিথ্যাচারে
পুঞ্জিত করা নিছক রক্তঘ্রাণ।
কন্টকময় নিঃস্বাস অপপ্রচারে।
হে প্রভু, সত্যের সন্ধানী তুমি
মিথ্যার জালে বুনছে বনানী,
উন্মোচন করো নয়নামণি
নয়তো মম রক্তে কলঙ্কিত এই জন্মভূমি।