যতদূর আঁখি যায় কেহ ধরা নাহি পড়ে
চাঁদের আলো দখিনা বাতাসে নড়ে,
যেথা যাই সেথায় করে মোরে অনুসরণ
সাথ নাহি ছাড়ে যতই করি বারণ।

কে সেই অবাধ্য ছোকরা? বলো প্রিয় পাঠক,
যদি পারো বলতে তবেই এই কাব্য সার্থক।