প্রেমের রংধনু রঞ্জিত
আজ অনুরাগের পরশে,
স্নেহের পল্লব অঙ্কুরিত
আবেগী বীণার বর্ষে।

অম্বরবক্ষে হর্ষের মেলা
সুন্দর গগনে চেয়ে দেখি -
আসছে আলোকরথ
শুভ্রতায় ভরা প্রেমের ভেলা।

তব রূপ তব লাবণ্য
কীবা করি অঙ্কন,
সকল রঙের তুলি
করিয়াছি তোমারে অর্পণ।

এসো প্রেমময়ী নাও ঠাঁই
জুড়াও বক্ষপ্রাণ
প্রেমের অনাবিল ধারায় -
শান্ত আজ সর্ব ক্ষতস্থান।