মুক্ত নীলাকাশে ভাসিয়ে দিলাম
যত আছে মোর কষ্ট ও যন্ত্রনা,
ললাটে নিলাম বিজয় তিলক
বক্ষে শুভ্র মেঘের আলপনা।
শীতের জড়তায় আমি ক্লান্ত
পাঁপড়ি হীনা কুঞ্চিত হৃদয়,
চাই আবার জেগে উঠতে
প্রভাতের নতুন আলোয়।
আজ অনুভূত হয় না এই জীবন
ভেঙ্গে যাওয়া হৃদয়বীণা,
কেমনে উঠবে মধুর সুর
যদি মন হয় স্নেহ ও আবেগ হীনা?
হে প্রেমাশ্রু, খর্ব করো সকল
মোর আঁধার যা ছিল এতদিন,
প্রেমের অমৃতধারায় বিকশিত
করে রচনা করো মোর সুদিন।