এসো কিরণমালী, এসো মারুত, এসো কল্লোল!
এসো সবে নবসাজে, নতুন ঝংকারে,
এসো ছন্দে, গানের খেয়া বেয়ে।
এসো রবি স্বর্ণরথে,
নব তেজে নব দীপ্তিতে
ধরণীর রুক্ষ বক্ষে,
ছিন্ন করো সভ্যতার বীভৎস অবয়ব,
আর বিলম্ব নয় ! বিলম্ব নয় !
পাছে মাকে বিনষ্ট করে ফেলে -
এ মোর বড় ভয়!
এসো পবন পাখা মেলে
গানের সুর নিয়ে,
আশ্বিত করো সন্তানগনে -
"ঘোষিত হোক আজি
পৃথিবী আবার জেগে উঠবে সাজি
সোনার ফুলে ফুলে।"
এসো তরঙ্গমালা
শানিত কৃপাণ হয়ে তটেতে,
নিয়ে যাও সকল বর্জ্য
তোমার থলেতে ভরে -
নিক্ষেপ করো তাদের সেই অন্ধ:কূপে।