মায়ের মুখের হাসি
দেখতে বড়ই মিষ্টি,
মা হীনা এই জগতে
অচল সকল সৃষ্টি।
মায়ের দুই আঁখি
যেন নীলকান্তমণি,
হৃদয় আবেগে ভরা
মুক্ত স্বর্ণ খনি।
মায়ের কেশগুচ্ছ যেন
বাতাসে সংগীত লহরী,
স্বর্গ- মর্ত্য- পাতালে
নরম সুরের গড়াগড়ি।
ফুটলে হাসি মায়ের মুখে
বসন্ত আসে নেমে,
যতই আসুক প্রহেলিকা
জীবন যাবে না থেমে।
মা মানেই আনন্দ
এক সমুদ্র হাসি,
মা ছাড়া এই জীবন
ভেঙে যাওয়া বাঁশি।
মাকে নিয়ে লিখতে গেলে
এক জীবন যথেষ্ট নয়,
মাগো আমার ভাগ্যে
লিখে দিও নতুন সূর্যোদয়।