রাতের আকাশে ক্ষনে ক্ষনে জ্বলে ওঠে আলো
ঘুম ভেঙে যায় অকারণে, প্রভু আমি নেই ভালো।
তুমি কোথায় খুঁজি আজও হাজারো তারার মাঝে
তোমার স্বপ্ন কাছে এসে বসে ক্লান্ত পথিক সেজে।
ফুলের সুবাসে খুঁজেছি কতবার হারানো স্মৃতিগুলি,
হঠাৎ কেঁদে উঠি, প্রভু তোমারে আজও নাহি ভুলি।
স্বপ্নের রঙের তুলি নিয়ে এঁকেছি তোমাকে শতবার,
তোমার মতো রম্য প্রভু নাহি থাকে কপালে সবার।
তোমাকে নিয়ে গেঁথেছি কতো কবিতা মনের আড়ালে,
সুরে সুর মিলিয়েছি, দোয়েল ও ফিঙে ডালে ডালে।
তুমি আঁধার রাতের বুকে উজ্জ্বল চাঁদের অহংকার,
তুমি ছাড়া বৃথা এই চন্দ্রিমা, তোমার রূপের বাহার।
তোমাকে নিয়ে আজও ভাবি একলা নদীর পাড়ে,
তুমি আজও রক্ষিত মোর সোনায় গড়া হৃদয়-দ্বারে।
যতদিন রবে এই মোর আবেগে ভরা কবিতাখানি
চিনবে জগৎ সেদিন আমাদের হীরের হৃদয়-খনি।