সোনার অক্ষরে লেখা নয় আমার পদবি-
হাতে নেই মুকুট পরিহিত লেখনী
তাই বুঝি আমি নই যুগের কবি,
কিন্ত তবুও কেন যেন এঁকে যাই নিরর্থক ছবি!
কবিতার ছন্দ আমার তো কথা নয়-
তবুও কেন সুর ওঠে ভাবনার সাগরে,
ধরিত্রী কেন হয়ে ওঠে পদ্যময়
যখন আমার ঠাঁই নীরস গদ্যের দ্বারে!
শুস্ক হৃদয়ে প্রেমের বাহার-
চারিদিকে সুধামাখা এতো আনন্দ,
মনটি খুলে দেখরে একবার
হৃদয়ে লেখা আছে স্বামী গিরিজাত্মানন্দ।