আরে চললি কোথায়?
-মন চায় যেথায়,
চোখে জল কেন তোর যাবার বেলায়?
-হারিয়ে যাবো যে বিস্মৃতির পাতায়,
বুঝি দোষ করেছিস?
-করছে তো ভাই সবাই কানে ফিসফিস,
নতুন আলো দেখিয়েছিস?
-না-মানে-তুই এবার দেখিয়েদিস,
ফুল ফুটেছিলো তোর বাগানে?
-ক্যাকটাস বেড়েছিলো সেইখানে,
গেয়েছিলে কখনো জীবনের গান?
-নিদ্রায় বিভর তখন মেরে বিড়ির টান,
-নিয়েছি সর্বস্ব কিঞ্চিৎ করেছি দান,
-তাই বুঝি দূত হয়ে এসেছো তুমি নিতে মোর প্রাণ।
তবে কি করবো এবার আমি তোমার কাছেই শুনি?
-ঐ যা ছিলাম আমি হইও না সেই খুনি,
-নতুন আলোয় জাগাও সুপ্ত বীজের হৃদয়,
দেখবে কেমন দুটি কুঁড়ি মেলবে পাখাদ্বয়,
-নতুন স্বপ্নে গড়ে তোলো ভেঙে যাওয়া মন
দেখবে রঙ ও রসফলে ভরে উঠবে খেয়ালের বন,
-শীতের আঘাতে কুঞ্চিত প্রাণে হইও অনুপ্রেরণা,
কোমল রবির স্নিগ্ধতলে দূর হোক সকল যাতনা।
বিদায় ভাই, ভালো থেকো সবাই-
লাইক দ্য প্রপেলারস অফ ক্লাউড ইন দ্য স্কাই,
তবে একটা কথাই আছে বলবার-
এ হেলথি এন্ড  প্রস্পেরাস  হ্যাপি নিউ ইয়ার!


(বিদায়:২০২৩
স্বাগতম: ২০২৪)
১/১/২০২৪- উজ্জ্বল মন্ডল