একদিন আমি কহিলাম কোমলস্বরে __
ওগো প্রিয়ে, কাঁদছ কেন আঁখি ভ'রে?
নথ নেড়ে নেড়ে কহিলা হেসে __
"ওগো প্রিয়,এ অশ্রুজল নয়,
মম হৃদয়ে সদা সুখের নদী বয়!"
সহসা আমি শুধালাম __
"ঠাঁই দেবে মোরে তব সুখে?
অনাথ আমি, স্নেহ দাও একরাশ ভিক্ষে।
প্রিয়ে, হাসিলা তুমি কিন্তু ভ্রূকুটি নেড়ে __
"এই বুঝি হৃদয় মোর নিল কেড়ে!"

প্রেম-বাগিচায় দুটি কুঁড়ি উঠিলো ফুটে
চাঁদনীর রুপোলি আলোয় দোদুল দুলে,
তবুও মোর শঙ্কা হল মনে __
"জানি প্রিয়ে যাবে চলে তুমি খুব ভোরে
শুভ্র কলিকা ফেলে রেখে রুক্ষ বক্ষের দ্বারে।"