পুষ্পে পুষ্পে রঙ ধরেছে
অলিরা আসছে ধেয়ে,
মনের কাছে আজ নেইকো মন
তরী চলছে বেয়ে।
বাতাস আজ রঙিন চাঁদর
সবার কাছে দৃশ্যমান,
ঝাড়ুদার পাখিও সুর তুলেছে
রংমাখা দোলের গান।
নদীও আজ টলোমলো
পান করেছে সুরা,
বক্ষে তাঁর দেখি আমি
চলছে ভেসে কৃষ্ণচূড়া।
আকাশ আজ রঙধনু
মেঘের পিঠে খেলছে রবি,
হঠাৎ আমার পড়ে মনে-
আমি নই যুগের নবী।
তবুও আজ পালবো হোলি
তনয় হবে রঙে ভরা,
কুমোর নই আমি জানি -
সিদ্ধ হবে সাধের গড়া।