আমি জানি গো এই শীত যাবে চলে,
ত্বরায় বসন্তের আগমনী এই ধরণীতলে।
সকল যাতনার নির্মূলে ফুটবে গো ফুল;
আবেগী মন ফুটে আছে ঐদেখো বকুল!
হে বসন্ত, তব ঘ্রাণ এই হৃদয়ে লাগি
মম অন্তর আজ উঠিয়াছে জাগি।
হে রূপসী, নতুন করে উঠো সাজি আজি
শুনছো কী কান্নার ঘন্টা উঠিয়াছে বাজি?
নিশীথের জোনাকি হয়ে ফোটাবে সুপ্রভাত,
তুমি কথা দাও হে রমণী এই হাতে হাত।