আমি কোনো অভিনেতা নই
যে অভিনয়মঞ্চে হাতে অস্কার
নিয়ে তোমায় বলবো: 'আমি তোমায় ভালোবাসি'।
আমি কোনো ক্রিকেট প্লেয়ার নই যে
গ্যালারিভর্তি জনসমক্ষে
সেঞ্চুরি করে ব্যাট ঘুরিয়ে তোমায়
নিশানা করে বলে উঠবো: 'আমি তোমায়
বড্ড ভালোবাসি'।
গায়ক তো নই আমি যে
গানের সুরে তোমায় খুঁজবো
আর ছন্দে ছন্দে প্রেমের ঝঙ্কারে
আমি বলবো: 'তুমি আমার প্রেরণা'।
গোলাপ তো নই আমি যে মিষ্টি
সুগন্ধে তোমার প্রেমের ঢেউ হবো,
আর বলে উঠবো:
'ওগো, এই হাসিমাখা মুখশ্রী শুধু তোমার'।
সাধারণের মাঝে অতিসাধারণ আমি:
নিকৃষ্ট পুরোনো শ্যাওলায় জর্জরিত
এক পাথর বললেও কম নয়।
তবে এই শ্যাওলা হলো যুগ যুগ
ধরে জমা হতে থাকা প্রেমের
আচ্ছাদন,
যা আমার পুড়ে যাওয়া
মনকে কিছুটা হলেও শীতলতা প্রদান
করে।
কিন্তু এই ছায়া বেশিক্ষন স্থায়ী হতে
দেয় না মানুষ তাদের জ্ঞানে কিংবা
অজ্ঞানে -
কেননা আমি
নিকৃষ্টের মাঝে অতিনিকৃষ্ট,
সাধারণের মাঝে অতিসাধারণ,
ক্ষুদ্রের মাঝে অতিক্ষুদ্র,
জানার মাঝে অজানা,
আলোর মাঝে অন্ধকার,
মানুষের মাঝে অমানুষ,এবং আরো কতো কি।