এইতো সবে শুরু হলো খোলা যৌবনের উত্থান,
এবার মনে গভীর খনে- উঠবে ভালোবাসায় ছোঁয়ার প্রভাব।
এইত্ত তোমার দেহের ভেজা চুলের আভাস আমাকে ভালোবাসে, খোলা পিঠের গহীনে হাতের ছোয়াঁয় তুমি কত উত্তাপ ছড়াও;
আমার চোখ তোমার বুক ছোঁয়,
শরীর টারে সাজাঁয় আমার হাতের ছোঁয়া।
যে ছোঁয়া খুব বিরক্তি বানায়— আমি তার-ই উত্তরসূরী।
দিনক্ষণের প্রয়োজনে আবারো প্রেম জাগে,
শরীরে উষ্ণতা লাগে।
আমি তোমার নয়নজলের প্রতি ফোটার স্বাদে তৃপ্ত হই- ক্রন্দন ভরে দুঃখের ঢেউয়ে নদী খননে যাই,
যতটুকু বিধানে লিখা আছে প্রতিপাদ্য তা-ই ;
করো বিক্রয় -
হাটের দিনে বহু বিলাস সুখে,
বিস্ময় পরে তলিয়ে গেলে এই দুঃখের বানী,
অভাবে অপূর্ণ থাকে -হায়! এ আমার তালতলার রানী।