ভাববিন্যাস:
অষ্টক—কখখক কখখক
ষটক— গঘঙ গঘঙ
মিশ্রকলাবৃত্ত/তানপ্রধান ছন্দ
অভয়া কুমারী কাননের ধাত্রী বলে,
ধৈর্য্য হারায় বেদনের সতীর্থ মানি,
যাতনা ঘুচিল মোর জীবন সঙ্গিনী।
বিষাদে ভুবন হাসে জীবনের ছলে!
নিত্য চরণে স্বামীর —ভক্তি প্রথা কালে;
জীবনে সুখের কার্য মোর-সঙ্গ খানি,
প্রতি প্রহরে ঘুমায়ে শান্ত অর্ধাঙ্গিনী।
আশার নিশানে বাঁচে বিশ্বাসীর কোলে!
কত নির্মম বিষাদ আপনার হবে?
কোন্দলে কষ্ট উরে- সুখ শেখানো যাতে
অনিন্দ্য কুর্নিশে বুকের আপনে—ঠাঁই!
সে চায় থাকিতে — না ছাড়িবে তব কবে
সুখের লাগি ভাঙ্গা ডিঙিতে ঘর পাতে,
সুখ ফুরায়ে— সখে অর্ধাঙ্গিনী না পাই।