গণতন্ত্র— গণতন্ত্রী
অসৎ পুঁজায় পুঁজি,
ঐক্যবদ্ধ খুজি!
বিদ্যা বেঁইচা বুদ্ধি পাই
গণতন্ত্রের মুক্তি নাই
আর নই আমি সভ্য
আমি রক্ত শিরার ভেলকি
আমি মস্তিষ্কে সেলাই দিয়ে
ফেরাই মুক্তির পালকি।
সততা আমার মুক্তি
যন্ত্রণায় বাড়ে শক্তি
করি সহ্য- নই ভঙ্গুর
জ্ঞানীই থামাবে এই নোঙ্গর ;
আমি প্রাচীন-
পুঁথি-মন্ত্র-তন্ত্র কাব্য
নই শিক্ষিত দুর্ভিক্ষ
পীড়িত! ক্ষমতা দখলে
আমি খুজি
অবৈধ কার জন্ম?
বিভেদ ঘুচে জাতি; জাতিসত্তার চামড়া
ক্ষমতার চরণে -
আমি সত্য হবো মরণে
নিত্য চিত্তে জাগ্রত, আমি রক্তাক্ত ভাগ্য।
গণতন্ত্র মুক্তি চাই, মুক্তি নাই?
আমি আমার কবর চাই।
কে সংগ্রাম, কে মুক্তি - কে বানায় উদ্যম
তাপসীর বুক শক্ত, বিদঘুটে এক উদ্যান
আমি উহ্য, জনতা ভক্তি-
আমার মাঝে কোটি জনতা
পরিবৃত করেছে শক্তি।
চল ডাকে, তুলে ফিরাও
গণতন্ত্রের উৎস,
আমার অধিকার কেনো বিভৎস । (সংক্ষিপ্ত)