অজস্র ক্ষুদ্র দেহে, কাঙ্গালির মায়া জমেছে-
তার চোখের উপরে,
ক্লান্তি ডাকছে তার চুলের সুবাস নিতে
যেনো প্রাণে সঞ্চিত হতে চায়- প্রেমের মহিমা।
কত যত্ন তার বুকের চাহনীতে-
বেধেছে যেনো হৃদয়
তারে অফুরন্ত রূপ-যৌবনে ভাবিছি
নিজের রঙ্গিন বাগানের পুষ্প বলি,
নিতান্ত নিথর বুক, চাহনীর চুম্বন
নিদর্শন রেখেছে ভেজা চুল ;
উরুতে ঘুমিয়েছে স্নেহের দল,
ছুঁলে তারা জেগে উঠে - স্পর্শে,
বিশ্লেষণ ফুরিয়ে যাবে, প্রেমের আলাপে
কাঁধের উপরে মিশে থাকা আলিঙ্গন।
একাধিক রাতের সৌন্দর্য অন্ধকার
আর আদর স্নেহে ঠোঁটের বদ্ধঘর-
যদি ছুঁতে পারি তব,
আভিমানে কাঁদে রক্তকণা-
ওই দেহে মিশেছে তৃণলতার যৌবন।
তুমি থেকে যেও প্রাচীন পুথির কাব্যে,
নির্মিত হয়ো এই হৃদয়ে।
তারে দেখিবার এক সত্য কথা
অতলে রাখিতে ব্যথা-
তবে না দিলে পিরিতের বন্ধন,
আমি তার ঘুমন্ত ঠোঁটে থাকিবো-
পুষ্পকলিরে, মায়াবতী চিরন্তনে রাখিবো।