মা আমার—
নয় ভঙ্গুর শীলা, শিক্ষা-দীক্ষার ঊর্ধ্বে
মেঘের ফুলকে পাল্কি বানিয়া চড়াই সর্ব-শুদ্ধে
অলুক স্রোতের তুলক রটিয়া,
ছেদক ভূবণ কবলের পার-
নি:স্ব পৃথিবী হেলায় রাখিতে, বলে বিশ্ব কাঙ্গালি চরণে তার।
কপালে মাটির তিলকে;
সিংহাসন ছাড়-
আসিছে রাজরানী- প্রসূতি, উদ্ধারে-
কোন্দলে নৈশ - হীন অযথা গুনে
সারা দুনিয়া রাজদুলালির স্বপ্ন মাখা
জবানবন্দি শুনে।
কবে জিন্দা মাটির পাতে , শিকল পড়ানো যাতে
মায়ে চরণ দোলানো - সুখ।
আমি পড়াই দিলাম রাজমুকুট। (সংক্ষিপ্ত)