সেদিন দুপুর প্রদাহে সৎ সাক্ষাৎ-
কিশোরী ফুল কুড়ানোর বয়সে দৈহিক সমৃদ্ধি দেখিয়েছে।
তার চোখ অভিলাষী অসত্য সংশয়
এ যেনো রম্য নাটকীয় বিষুব চরিত্রের ফাঁদ,
তার ভুরুতে লেগে থাকা রোদের প্রলেপ আমার অন্তরের প্রস্থান এঁকেছে সুক্ষ্ম জলরঙে,
চুলের কি চমৎকার শৃঙ্খলা হতে পারে স্বয়ং চোখ যেনো আমাকে ফাঁকি দিচ্ছিলো।
রুপ তার প্রেমের পলকে বাঁধে রোজ
অবিলম্বে আমার প্রস্থান হলো, তবে ভালোবাসা হয় নি আর।