যখন এই শুভ্র নির্মল গগনের পারে
সভ্য হাওয়া নিয়ে কাঁচের পাখনা গঁজায়
তন্দ্রা-ঘোর কাটিয়ে উঠি দারিয়ে-
নিজের শক্ত আশ্রয় হারায়।
নিন্দিত মুখের ছায়ায় মিলে
শুভক্ষণের ভাব!
অতলের সূর ডাকে বহুদূর
বিষন্ন যাত্রাপথে,
আগে গাওয়া সংলাপ সুর
আমি ছেড়েছি কাল্পনিক রথে।
নিজের সমাচার অদ্যবধি ছিলে
নিন্দিত মুখের ছায়ায় মিলে
শুভক্ষণের ভাব!
জীবনের অধ্যায়ন শেষে
সম্বোধন ছেড়ে-
রক্ষাকারীর সত্য মর্যাদা আরোপিত
হয়ে,
জীবন বিনা স্বার্থে - বিনা স্বার্থ শ্রেষ্ঠত্ব।
বিবেক -চিন্তা-ভাবান্তর ন্যায় নিষ্ঠারেই রায়
আপনি খুজেন শ্রেষ্ঠতম-
সত্য দৃঢ়তার ন্যায়, নিজেই নিজেরে চায়।
চিরন্তন যা মানে ভূ-তল হতে আকাশের নীলে
সর্বক্ষণে-
এক নিন্দিত মুখের ছায়ায় মিলে
শুভক্ষণের ভাব। (সংক্ষিপ্ত)