গীতিকাব্য/lyric
সখা রে- বৈশাখে তোর চন্দণ কাঠের বৈছা পাতে
আশ্বিনের পর পিরিতের বন্ধন দিতে-
না দেখিলে তারে, গাঁও ফিরাইও না মোরে
ফিরি এ গাঁও, ও গাঁও— তারে দেখার আকুলে
চোখ বুঝিলেই অশ্রুর দোহাই
তার পিঞ্জিরা মাঝে প্রতি রাত্রি পোহাই
ছাড়িয়া সোনার ভিটা, রঙ্গিন দুনিয়া
দেখিবার শেষ নাই— তারে দেখিবার কত ছল
তবু না মিলে দেখা, সখা রে— মুছিলাম গহনে এই চোখের জল
না আসিলে মোর চালা ঘরে, ছাউনি খরের চালা করি ভাও,
বিদিশার জ্যোৎস্না আইসে, তারে না দেখিতে পায়
গ্রীষ্ম আসিলে সখা— যমুনাশ্বরীতে ভাসায় গাও।
কলসে ফিরিছে ক'দিন ভাটায় জলের অভাব
সে ফাঁকে দেখিছি সখার কাঁচা দেহের গরণ-স্বভাব
সখা রে—
ফিরি এ গাঁও, ও গাঁও— তারে দেখার আকুলে
চোখ বুঝিলেই অশ্রুর দোহাই
তার পিঞ্জিরা মাঝে প্রতি রাত্রি পোহাই।
কতদিনে আসি না বসে ঘাটে না মেলে মোরি আখির সন্ধি,
তার জোড়া আখির পিরিতি, অন্তরে বারো মাস হইয়াছে বন্দি....(সংক্ষিপ্ত)