"মামা বাড়ি"
গ্রামের নাম ধুত্তেরি,
মামার বাড়ি ঘুরতে যাবে,,
নৌকা চড়ে যেতে হবে,,,
লাগবে না তো গাড়ি।
বড়ো নদী পুটীচর,
সেখান থেকেই সরু খাল।
জঙ্গল ঘেরা সারি সারি,
আম, জাম, আর পাকা তাল।
কিছু দূরে শালিক মারা,
সেইটা একটু বড়ো খাল।
সেথায় অনেক কুমির আছে ,
করে কোলাহল।
খাল ধরে যেতে যেতে,
কিছু দূরে তেঁতুল ডাঙ্গা।
সেথায় এসে নৌকা ভেড়ে,
তবে আমরা নামবো না।
কিছু যাত্রী উঠবে নামবে,
তারপরেতেই আবার যাত্রা।
এবার একটু ভয়ের জায়গা,
জায়গার নাম ডাকাত সাত্রা।
জলের মধ্যে ঘাস পাতা,
করাতের মতো ধার।
সেখান থেকেই নৌকা টা টাকে,
হতে হবে পার।
তারপরে তে খুন্তি জেলা,
করাই ডিঙি র পর্বত।
সেখানেতেই পাওয়া যায়,
করলার শরবত।
কিছু দূরেই দেখা যাবে,
কুমড়ো তলার হাট।
ওটাই আমার মামা বাড়ির,
বেগুন পোড়া ঘাট।