"শ্রদ্ধাঞ্জলি"
সবাই যাকে দিদি বলে,
সে, আমার মা, মাসি, পিসি,,
সত্যি বলছি মন থেকে,,,
তাকে বড্ড ভালোবাসি।  
তার মুখটা- মায়ের মতন,
কোরুনা ময়ী লাগে,,
রাজনীতি বুঝি না আমি,,,
তাকে খুঁজি অনুরাগে।
খারাপ আছে বলেই কিন্তু,
ভালোর এতো মূল্য,,
তিনি পাঁকে ফোটা পদ্মফুল,,,
এটা আমার অন্তর বললো।  
দেশের জন্য কি করেছেন,
তর্কে আমি যাবো না,,
মমতা নামে সার্থক তিনি ,,,
এটাই আমার ভাবনা।
তাকে দেখে মায়া লাগে,
মায়ের মতো মনে হয়,,
স্নেহ করা, ভালোবাসা,,,
কোনো অপরাধ নয়।
নির্সার্থ ভালোবাসা,
মূল্য রত্ন সম,,
তবে সেই মূল্য অর্থ নয় ,,,
তদিদং হৃদয়াং মম।
মমতা ব্যানার্জী,
কর্ম জীবন এনার্জি ,,
ওই টুকু মাথায় তিনি,,,
কত চিন্তা ধরেন ,,,,
হিন্দু নারী, নন অহংকারী,
সবার প্রতি ভালোবাসা,,
তিনি বর্ষণ করেন।
রাজনীতির নিয়ম নীতি,
আইন বা সংবিধান ,,
তাতে কেও খুশি,
কেও বা দুঃখী হন।
এটাই নিয়ম কেও হারলেই ,
কেও জিততে পারবে ,,
একটি মানুষ কত জনকে,,
খুশি করতে পারবে?
স্বীকার করুন আমার প্রণাম,
ভালোবাসা আন্তরিক,,
আমি আপনার রাজ্যেই থাকি,,,
এক ক্ষুদ্র নাগরিক।  
মমতা ব্যানার্জী,
আমার আছে আর্জি ,,
অভয় দান করবেন,,,
এটাই শুধু বলি,,,,
আপনার প্রতি ভালোবাসা,
গ্রহণ করুন এটাই আশা ,,
এই তুচ্ছ অভাগার ,,,
এটাই শ্রদ্ধাঞ্জলি।