"তান্ত্রিক"
ডাব্বু দাদার স্বপ্ন ছিল,
সে, হবে যে তান্ত্রিক।
চুটকিতে সব হয়ে যাবে,
তার কৌশল নাকি যান্ত্রিক।
নাম জব সে করছেনা,
মোবাইলে মন্ত্র চলছে।
দোলনায় দুলে ঘুমানোটাকে,
মহা ধ্যান বলছে।
যোগ সিদ্ধি হয়ে গেলো,
বলো হরি, হরি বলো।
কপালে সিঁদুর ফোটা,
আর হাতে কুমণ্ডলো।
গ্রামের কোন বিলের ধরে,
একটি, বসার মতো বেদি।
তাতেই গুরু বসে থাকেন,
কোনো শিষ্য আসে যদি।
বেদির পশে ডুমুর গাছ,
তাতে বোলতার বাসা।
বিড়ির ধোঁয়ায় সব পালালো,
সাধুর একটাই ছিল নেশা।
তাতেই গ্রামে ছড়িয়ে পড়লো,
সাধুর মন্ত্র বল।
একে একে সবাই আসে,
করে কোলাহল।
ভক্তি ভোরে প্রণাম করে,
গ্রামের যত লোক।
কাওকে দিলো লেবু পড়া,
কাওকে বললো জয় হোক।
ভারী নাম ডাক ডাব্বু দাদার,
বসে বসেই ইনকাম।
বিপদ এলো কিছু পরে,
ছুটলো যে তার ঘাম।
গ্রামে নাকি বাঘ পড়েছে,
গ্রামের লোকে ভয় পেয়ে তাই,,
সাধুর দুটি ঠ্যাং ধরেছে।
চলুন বাবা মন্ত্র বলে,
বাঘ ধরে দেবেন।
সাধু দিলো দৌড়, ধুতি খুলে,
তান্ত্রিক হওয়ার স্বাদ মিটিয়ে,,
লেবুর ব্যবসা করেন।