" আমার ছেলে বেলা "

বাঁশ বাগানে লাট্টু খেলা,
চোর পুলিশ, আর গানের মেলা।
কাঁচের গুলি খোলামকুচি,
পুকুর ধরে ব্যাঙ ব্যাঙাচি,,
কাউকে আমি চাবি দিচ্ছি,,,
আবার কেও দিচ্ছে তালা।
বাঁদর হয়ে গাছের ডালে,
বসে থাকি পা ঝুলিয়ে।
ওপর থেকেই পুকুরে ঝাঁপ,
কি করে সব বোঝাই বলে।
হাডুডু আর ব্যাডমিন্টন,
ক্রিকেট, ফুটবল, আরো কত কি।
লাফ দড়ি ও কিত কিত,
সেটাও খেলেছি।
সিরোগাদি বা নুন চোর,
ডাংগুলিও খেলেছি।
ব্যবসায়ী, লুডু, রাংককার্ড,
আরো আছে, বলছি।
টায়ারেতে লাঠির বাড়ি,
সুপুরির খোলে বানিয়ে গাড়ি,,
দাবার ছকে মারামারি,,,
ষোলো ঘুঁটিতে ই দিনের শেষ।
বুড়োদাদুকে রাগিয়ে দিয়ে,
একটুখানি তারা খেয়ে,,
বদমাইশি করেও কিন্তু,,,
আনন্দ পেয়েছি বেশ।
পুতুল কে বৌ সাজিয়েছি,
দুই পুতুলের বিয়ে দিয়েছি,,
ঘাস দিয়ে তরকারি আর,,,
ছাই দিয়ে ভাত বানিয়েছি।
সেসব দিন কোথায় গেলো,
বলার বাইরে আনন্দ ছিল,,
ভুল করলেও পাপ ছিলো না,,,
খোলা মনে করতাম।
ছেলেবেলাই ভালো ছিল,
বড়ো হয়েই কষ্ট এলো,,
এখন ভাবি আগের দিনে,,,
ফিরতে যদি পারতাম।
স্মৃতি আমার স্বপ্ন মাঝে,
হয়ে ফুলের মালা।
মন মাঝি কে পরিয়ে দিলো,
আমার ছেলে বেলা।