(০০)
যার জীবনে সুখ ও আনন্দের চাহিদা আছে, তার জীবনে কষ্ট থাকবেই, আর এটার জন্য কোনো প্রমাণ লাগে না, নিজের চারিপাশ দেখলেই বোঝা যায়, কষ্ট তার ই নেই- যার সুখ ও আনন্দের চাহিদা থাকেনা, যেমন গভীর ঘুম, যেখানে কোনো চাহিদা নেই, কষ্ট ও নেই।

(০১)
জীবনে একটি জিনিসকে প্রশ্রয় দেবেন না = বিরক্তি একটি জিনিসকে আশ্রয় করুন = ধৈর্য
জীবন বদলে যাবে।
শান্ত তাকেই বলে যার উদ্বেগ নেই, যার উদ্বেগ নেই তাকেই বলে ত্যাগী

(০২)
জীবনে কিছু পেতে গেলে কিছু হারাতে হবেই, তাই কি পেতে গেলে কি হারাতে হয় সেই বিষয়ে অবশ্যই জ্ঞান অর্জন করুন, কোনো কিছু প্রাপ্তির আশা না রেখে, এমন কি সম্মান ও ভালোবাসা প্রাপ্তির আশাও করা যাবে না, তাকেই বলে প্রকৃত ত্যাগ।

(০৩)
চোখ থেকে জল পড়ুক বা মুখ থেকে হাসি, দুটোই মনের অনুভূতি। আমি হচ্ছি বোকা- তাই দুঃখ পেলে কাঁদি আর সুখ পেলে হাসি, আমি ভুলে যাই আনন্দেও চোখে জল আসে শুধু ব্যথাতে নয়, হেরে যাওয়ার ভয় থাকে বলেই জিতে যাওয়ায় এত আনন্দ থাকে, তাই ভয়কে ভয় নয়, জয় করতে পারলেই আনন্দ।