" হাসপাতাল "
হাসপাতালে বেজায় ভিড়,
দাঁড়ানোর জায়গা নেই।
ডাক্তার গুলো গেছে কোথায়?
কেন তাদের পাত্তা নেই।
কিছু পরে সারি সারি,
লাল পিঁপড়ার কাঁধে দড়ি,,
একটি মরা হাতি তারা,,,
টেনে নিয়ে এলো।
পশুর দলে পেঁচা নেতা,
মুখ বেকিয়ে হাঁকতে থাকে,,
ডাক্তার কোথায় গেলো।
কাঠ পিঁপড়া নারকেল গাছে,
কাঁদছে বসে বসে।
কুকুর গুলো নিমপাতা,
খাচ্ছে চুষে চুষে।
হনূমান তার লেজের মাথায়,
আগুন লাগিয়ে ঘুরছে।
হাতিকে পোড়াবে কি,
তার নিজের লেজই পুড়ছে।
অনেক পরে ডাক্তার এলো,
গরুর পিঠে চড়ে।
এম বি বি এস বক মশাই,
তাকে সবাই প্রণাম করে।
শেয়াল ভায়ার ভারী রাগ,
সে সকাল থেকে লাইন দিয়েছে।
কাঁকড়া ধরতে নদীতে যায়,
কুমির ঠ্যাঙে কামড়িয়েছে।
নীতি মেনেই বক ডাক্তার,
শেয়ালকে সেবা দিলো।
মরা হাতি অভিমানে,
উঠে দৌড় দিলো।
কাল সকালে আবার মরবে,
প্রথম লাইন দেবে।
তোমরাও এসো হাসপাতালে,
ঠিকানা স্বপ্নে পাবে।