"পেটুক মামা"
পেটুক মামা বাজায় ধামা,
বেজায় খিদে তার।
আস্ত পাঠায় টিফিন করে,
ভাবুন তার আহার।
মামা যখন আমার বাড়ি,
আসবে বলে পাঠায় চিঠি।
আমার হচ্ছে আনন্দ,
আর বাবা মারছে মাথায় চাটি।
মামার যেরম খিদে,
জোগাড় দিতে অনেক মানুষ,,
হয়ে যাবে সিদে।
বাড়ির পোষা বেড়ালটাকে,
লাঠি দিয়ে মেরে মেরে,,
তাড়িয়ে দিলো বাবা।
খিদে পেলে মামা যদি,
বিড়ালটাকে সিদ্ধ করে,,
তখন দুঃখ পাবা।
কুকুরটাকে জড়িয়ে ধরে,
অনেক কান্নাকাটি করে,,
তাকেও বাবা তাড়িয়ে দিলো,,,
কীল, ঘুসি, আর চড় মেরে।
মামার ভয়ে কেঁচো গুলো,
পাতাল অব্দি পৌঁছে যায়।
প্রাণের ভয়ে মাটি খোঁড়ার,
শক্তি আসে তাদের গায়ে।
মামার ভয়ে বাঘ সিংহ,
লুকিয়ে থাকে বনে।
খিদা পেলে কাকে খায়,
বলতে পারে কে জানে?
পেটুক মামার ভয়ে এখন,
আমিও সিথিয়ে আছি।
আবার পরে সব বলব,
যদি মামার থেকে বাঁচি।