নারী কেন ভোগের বস্তু,
পুরুষ কেন অসুর,,
ক্রাইমের সাথে যুক্ত যারা,,,
তারা রাজনীতির ভাসুর।
কেরে খাওয়ার ইচ্ছে সদাই,
শক্তির অপব্যবহার,,
প্রকৃত দোষীকে রক্ষা করা,,,
এ কেমনতর বিচার।
কিসের লোভে মনুষ্যত্বের,
জলাঞ্জলি দিয়েছেন,,
অন্যের উপর অন্যায় করে,,,
নিজেকে ভালো বেসেছেন।
শক্তি আছে যার হাতে,
সেই যদি হয় অপরাধী,,
কিবা বিচার মিলবে তাতে,,,
শুধু বজায় রাখতে গদি।
রাজনীতি নোংরা নয়,
আমাদের বিচার ধারাই জঘন্য,,
নিজেরটুকু হলেই হবে,,,
আর নিপাত যাক অন্য।
ভাবুন বুঝুন জানতে পারবেন,
কেন ক্রাইম হচ্ছে ,,
লোভের তরে শক্তি নষ্ট,,,
উপর মহল ব্যর্থ তাই,,,,
সাধারণ মানুষ ভুগছে।
সবাই কিন্তু দোষী নয়,
তবে দোষী কে যে রক্ষা,,
করে সেও তো দোষী হয়।
যাদের হাতে শক্তি আছে,
তারাই করে দুর্নীতি,,
প্রতিবাদ করতে গেলে,,,
নিজেরই হবে বিশাল ক্ষতি।
শক্তির উপরেও শক্তি থাকে,
সেই শক্তি জাগুন,,
অপরাধ, সবার জন্য সমান,,,
শুধু একটি বার ভাবুন।
চুরি যদি অপরাধ হয়,
তবে ভেতরের চোরকেউ দেখুন,,
কেউ পাবে না ক্ষমা,,,
দৃঢ় প্রতিজ্ঞা রাখুন।
তবেই হবে মুক্ত সমাজ,
ভালোবাসায় গড়া,,
আপনার আমার প্রত্যেক সবার,,,
নতুন সমাজ গড়া।
প্রকৃত দোষী শাস্তি পাক,
এটাই শুধু চাই,,
এমন শাস্তি হতে হবে,,,
যেন অসুরেরা ভয় পায়।