না খেতে পেয়ে হাড্ডিসার এক নওল
লড়েছিল দুর্দিনে
বিবস্ত্র এক ছেঁড়া বসনে শরম টুকু ঢেকে
হায়েনার ওই আয়ুধশালায় পেতে দিয়েছিল অসু-
আর জীর্ন শীর্ন অপুষ্ট বুকখানি।
হায়……… !
তারপরইতো তাজা রক্তে এসেছিল স্বাধীনতা!
…… আজ স্বাধীনতার ঊনপঞ্চাশ বছর পুর্ন হলঃ
আজও
না খেয়ে না পরে সেই কচি ছেলেটা বৃদ্ধ; রোগাক্রান্ত
দেহ বয়ে নিয়ে পড়ে থাকে নিরালোক।
অথচ,
অথচও কোটপরা কিছু ভদ্রলোকের মুখোশ
আজ চিবিয়ে খাচ্ছে দিনদুপুরে সাধের এ মানচিত্র।