সরল কিন্তু বোকা নই। অভিনয় করতে পারি
প্রচুর, কিন্তু ছলচাতুরী-প্রতারণা নয়। প্রতারক দেখলে
ভয় লাগে, সন্ত্রস্ত হই
তবুও এদের এড়িয়ে চলা হয়না একটি দিনও।
বার বার মনে প্রশ্ন হতে থাকে উদয়,-
প্রতারক কেন হয় মানুষ?
মানুষ কেন হয় প্রতারক?
তোমাকে একা দোষ দেয়া ভুলই হবে আমার। চারপাশেই
ছড়িয়ে ছিটিয়ে মুখোশধারী অপছায়া। কৈতব ঠিকই যে যার মত
করছে সমুদ্র চুরি।
তুমিতো কেবল আমাকে চুরি করেছ,
আমাকেই,-
ভুলেই না হয় গেলাম তোমার এতোটুকু ঝকমারি!