তোমরা সবাই কত কিছু দ্যাখো চোখে,-
সবুজ ঘাস, বাহারি পাতা, সুরম্য রঙিন গোলাপ
বৃষ্টি দ্যাখো, খোলা মাঠ দ্যাখো- নানান ফসলে ভরা,
অথচও, আমার চোখে উত্তপ্ত বালু, এত বেশী কেন খরা?
তোমরা সবাই সাহারা মরুভূমি দ্যাখো,
গোবি, প্যাটাগোনিয়ান, গ্রেট ভিক্টোরিয়া, কালাহারি দেখে থাকো
দেখেছ কি এই এখানে ছোট্ট একটি ভূমি-
আজ কীরূপে খা খা মরু?