বৃষ্টি এখানে বর্ষায়
কিছু কান্নায়, কিছু উৎসব আনন্দে
আকাশের উত্তাল ডাকে
মেঘে ভাসা শোরগোলে।
বর্ষার বৃষ্টিতে
মাটি করে স্নান, উর্বর বুকেতে
কাক ভেজা কলতান
সৃষ্টি এক প্রবাদে।
বর্ষার বর্ষণে
কিছুটা নিয়মে, কিছু উচ্ছৃঙ্খল আবেদনে
মেঘের গর্জণে, আলোর সংকেতে
ভেসে আসে প্রার্থনা সঙ্গীতে
মৃত্তিকা বাতায়নে!
বর্ষার কোলাহলে
প্রকৃতি সাজে ক্ষুব্ধতায়
বেসুরে প্রলয়ের দামামায়
হায়েনার তান্ডবে, মানুষের হিংস্রতায়।
বৃষ্টিটা শান্তির! বৃষ্টিটা আশির্বাদ
চৌচির প্রান্তরে, কৃষাণের আহ্বানে
অভিশপ্ত আত্মার খোরাকে।
কখনো ফুটবল মাঠে
কখনো কৃত্রিম শুট্যিং স্পটে!
বৃষ্টিটা অভিশাপ, বৃষ্টিটা ধ্বংসের
গৃহহীন জীবনে, ভাঙ্গা রাস্তার খোরাকে
ফসলের পাকা মাঠে
পৃথিবীর ক্ষুব্ধতায়!
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি! বর্ষার বৃষ্টি!
আমাদের ভরসা!
(বরষার আয়োজন)