তুমি কেমন মুসলমান? যদি না থাকে পূর্ণ ঈমান
আল্লাহ ছাড়া নেই উপাস্য, ইসলামেই পূর্ণ বিধান!!
কোথায় তোমার আনুগত্য, বিশ্বাস পরিপূর্ণতায়
শরীয়াতের মাপকাঠিতে তোমার ওজন শূণ্যতায়
কেমন তোমার বিশ্বাসধারী, অবিশ্বাসের তফাত
যদি না থাকে নামায, রোযা, হাজ্জ ও যাকাত
করো যদি দূর্নীতি আর অত্যাচার সীমাহীন
ধ্বংস তোমার জীবন-নামা, ব্যর্থ তোমার দ্বীন
ভুলে গেছো পথটি তোমার-মুক্তির নিশান।
কোথায় তোমার বিশ্বস্ততা, সততা-ইনসাফ
কেমন তোমার ন্যায়-নীতি, চরিত্রে নিষ্পাপ
যদি না থাকে পবিত্রতা, ইসলামী আখলাক
তবে কেমন তোমার শিষ্টাচার, দৃষ্টি-সবাক।
ভুলে গেছো মুক্তির পয়গাম পবিত্র কুরআন!
তুমি কেমন মুসলমান? যদি না থাকে পূর্ণ ঈমান
তুমি কেমন মুসলমান? যদি না থাকে পূর্ণ ঈমান
আল্লাহ ছাড়া নেই উপাস্য, ইসলামেই পূর্ণ বিধান!!