আমার চিলেকোঠার বারান্দাতে
এসো যুবতি একবার বেড়াতে ।
হাজার রং এ রাঙানো স্বপ্ন গুলো
তোমার জন্য আছে তোলা ...
একবার এসো ! এসো সখি !
আমার চিলেকোঠার বারান্দাতে ।
জোছনার আলো যখন
পড়বে তোমার গায়ে,
অতৃপ্ত আত্মার চাহনিতে দেখবে
আমার নয়ন যুগল তোমারে ।
এসোনা সখি, একবার আমার জুল বারান্দাতে
তোমার নূপুরের শব্দ,
আর আমার চিলেকোঠার মিটি মিটি আলোয়
আমি তোমায় খুঁজে বেড়াব
একটু ছুঁয়ে তোমায় আনন্দে হারাবো ।
পরম সুখটি নেবো খুঁজে , তোমারি মাঝে ।
এসোনা প্রিয়া একবার ,আমার জুল বারান্দাতে
নাকে যেন থাকে হালকা গোলাপী নাকফুল
কপালে কালো টিপ , আর কাজলে আঁকা আঁখি ।
ও মুখ দেখে পাবনা খুঁজে,কী করে যে তোমায় দূরে রাখি ।
তোমার মৌনতায় নিজেকে হারাবো হয়ে যাবো নিশ্চুপ ।