যদি হাত বাড়ালেই আকাশটা ছোয়া যেত।
তবে সব তারায় আমি তোমায় সাজাতাম।
যদি চোখ মেলে স্বপ্নটা ফিরে পেতাম
তবে স্বপ্ন দিয়ে আমি তোমায় রাঙ্গাতাম।
যদি চাইলেই বৃষ্টি পাওয়া যেত
তবে রোজ ভোরে তার জলে
আমি তোমায় যেতাম ভিজিয়ে।
যদি জোছনাকে বাঁধা যেত
তবে তোমার জীবন আধারে
আমি আলো হতাম।
আমি অক্ষম! নিদ্রা চিতো মানুষ!
তাই তোমায় নিয়া শুধু স্বপ্ন দেখি, আর ভাবি
যদি মিলে তোমার অস্তিত্বের দেখা।