সারি বেধে বৃক্ষ তুমি বানিয়েছো নীড়,
সাজিয়েছো ধরণীকে ছায়া সুনিবিড়।
ঠাই চাই ভাগ চাই উঠানে তোমার,
ছায়া ঢাকা মায়া ঘেরা নীল ভালবাসার।
ব্যস্ত শহর আজি ছাড়িয়াছে হাল,
বুনিয়াছে মস্ত মায়া ঘেরা জাল।
হাকিয়াছে কর্মে ডিঙি মাঝির পাল,
ছাড়িয়াছে ঘর আর ডাকিয়াছে কাল।
আমি এক পথচারী পথের ধারে বসে,
দেখিয়াছি কত জনে কাজের হাতে ফাঁসে।
দিন যায় রাত আসে হলুদ বাতি হাসে,
ঘরে ফেরা মানুষগুলো একটুখানি পাশে।
পাহাড়ের বুক চিরে তোমাদের সভ্যতা,
তোমাতেই মিশে থাক আমার সখ্যতা।
ফিরে চাই পাখি ডাকা বিলুপ্ত বাংলা,
আজ কেন অসহায় প্রাণদায়ী বৃক্ষমালা।
-(১৮ই ফেব্রুয়ারি, ২০১৬)