সাদা মেঘের ভেলা নিয়ে,
শরৎ আসছে বরষা বেয়ে।
মাঝে মাঝে দমকা হাওয়া,
বৃষ্টি চোখের পাতা ছুঁয়ে।
শরৎ ডাকে হেমন্তকে,
সোনালী ধানের বার্তা নিয়ে।
আয়রে গাঁয়ে দেখে যা না,
সোনার বিছানা আছে পাতা।
সূর্য মেঘে বন্ধু যেন,
করছে খেলা যেন তেন।
সন্ধে বেলা পাখির বাসায়,
স্বস্থির সাড়া আসে বেজায়।
বিলের জ্বলে শাপলা ফুল,
ছেয়ে গেছে একুল ওকুল।
সোনার বাংলার আসল নাম,
মেঠো পথের সবুজ গ্রাম।
-(২১শে আগস্ট, ২০১২)