সমর্থন আজীবন বন্ধুত্বকে দেয় প্রাণ,
বিশ্বাস এক প্রাণ করে জীবন রঙ্গিন,
দুই দেহ এক মন বন্ধুর বন্ধন,
অপরাধের বিপরীতে ক্ষমা জ্ঞানদান।
নয় আঘাত শুধু শাসন ভালোবাসা,
নয় অভিমান আর বিষাক্ত ঘৃণার থাবা,
নয় ভুল বোঝা, অশুভ শক্তি হক বোবা,
নয় অপমান কাল চাদরে বদ নজর বাধা।
দুই দেহ এক প্রাণ থাকবে সমর্থন,
একটা গড়তে অন্যটা ধ্বংস আজীবন,
ভুলে যাও দোষ ক্ষমা কর মোর অপরাধী মন,
তুমি বন্ধু বলে দিলাম তোমায় জীবন।
মাফ কর, ক্ষমা কর, কর সমর্থন,
তুমি বিনা নিষ্প্রাণ এই দেহ মন,
চাওয়া পাওয়া সব আছে তুমি বন্ধু যেন,
একটু শুধু ভালোবাসো তোমায় দেব জীবন।
নামিয়ে আমায় থেকে ঐ বিষাক্ত চোঁখ,
কটু হলেও একটু শোন এই পাপি মুখ,
তোমার স্থান তোমারি আছে একটু রাখ চোঁখ,
ভালোবাসি তোমায় মত সমর্থন কর মোর শখ।
যাবোই তো চলে এখন অতিথি তোমার,
অ্যাপ্যায়নে ত্রুটি করোনা বদনাম তোমার,
একটু জায়গা ভিক্ষে চাই তোমার ভেতর,
যাহা বল মানবোই একটু জায়গা দরকার।
তুমি ছাড়া নিঃস্ব প্রাণহীন এই মন,
ভালোবেসে প্রাণ ফিরাও বাঁচবে জীবন,
তুমি বিনা দিশেহারা নয় কেউ তোমার মত,
প্রেমের অমৃত দিলে ভালোবাসার তৃষ্ণা মিটত।
-(২৩শে এপ্রিল, ২০১১)