নিস্তব্ধতার বেড়াজালে আটকা পড়ে অসহায়,
ঘুম ভাঙা শহর ডেকে চলে কর্ম চঞ্চলতায়।
নীরবতার নির্জনতায় কেঁদে চলে সুখ পাখি,
দিগন্ত ছাড়িয়ে সফলতা খুঁজেছে ব্যর্থ আঁখি।
মনে পড়ে শৈশবে কত রঙে আঁকা ছিল বালুচর,
আজ দেখি সেই চরে রঙ নেই উঠে গেছে ঝড়।
তবু তারে মনে পড়ে একা ঘরে আজ বারেবার,
পরবাসে আজ তারে দিয়েছি যে ব্যথার পাহাড়।
উত্তাল সাগর দিতে পারি করেছি কঠিন পণ,
মুক্তা-মানিক খুঁজে ফিরি না জানিয়া সন্তরণ।
দেবতার গ্রাসে সর্বশান্ত হয়ে মুক্তি পেয়েছে ভয়,
দূর আকাশের তারারাও তামাশায় মেতে রয়।।
-(২৫শে ডিসেম্বর, ২০১৬)