বাংলার এক প্রাচীন গ্রাম,
ফকির পাড়া তার নাম।
বুড়িডাঙ্গার কোল ঘেঁষে,
শিশুর মতন বেঁচে আছে।

মানুষ গুলির হাসি-খেলায়,
ছোট্ট বাজার হচ্ছে মেলায়।
ইতিহাসে সাক্ষী রাখার
নাম হল তার রইল বাজার।

বাজার ক্ষনে বাকী রেখে,
ক্যাশ ছেড়ে যায় রইলো বলে।
দোকান চালান শেষ হয়ে যায়,
রইলো কথার নাহিকো ফুরায়।

শেষমেশ আর রক্ষা না পায়,
গুরুজনেরা মাথায় মেলায়।
নাম রাখা হয় রইলো বাজার,
ইতিহাস আজ সাক্ষী যে তার।

-(২রা ফেব্রুয়ারী, ২০১৪)